মনে রেখো দেশ শত অনিমেষ মাছরাঙা জল,
শাপলার ঝিল সাদা গাঙচিল পাখি শতদল।
জেলে নৌকো জাল উজানীর খাল সোনারঙ ধান,
সবুজের মাঠ নদী খেয়াঘাট ভরা গাঙে বান।
মনে রেখো হাঁস বাগানের বাঁশ ভেজা ঘাসফুল,
গাঁয়ের রাখাল মহিষের পাল ভাঙা নদী কূল।
গাঁও জমি চাষা কৃষাণীর ভাষা ভোরে ডাকা কাক,
কাদামাটি ঘ্রাণ ভাটিয়ালী গান ষোড়শীর নাক।
মনে রেখো ধূপ বাংলার রূপ কুয়াশা প্রভাত,
বাসমতি চাল বাবলার ডাল পউষের রাত।
লাঠিখেলা মেলা গোধূলীর বেলা স্মৃতি ভায়োলিন,
চাঁদ হাসি মুখ ভেজা মনে দুখ সোনালি সুদিন।
কিশোরী ঘুঙুর রাঙা পা নূপুর চোখ মন ভাষা,
লাঙল জোয়াল মেঠোপথ আল মনে রেখো চাষা।
বেতফুল ফল দীঘিকালো জল শিশির আবেশ,
মনে রেখো ছায়া সবুজের মায়া দেশমাতা কেশ।
লেখক: সামিউল ইসলাম।
0 মন্তব্যসমূহ