শেয়াল বসে খেয়াল গায়
মগ্ন হয়ে তানপুরায়
নেড়ি কুকুর দেখলে পরে
সব শেয়ালের গান ফুরায়।
গান ফুরালো তান ফুরালো
বন্ধ হলো খেয়াল
কুকুর দেখে দৌড়ে পালায়
ধূর্ত বনের শেয়াল।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ