জোড়াসাঁকোর ছেলে





এক যে ছিল রবীন্দ্রনাথ

জোড়াসাঁকোর ছেলে

বিশ্বজগত জয় করেছে

বাইরে চরণ ফেলে।


সে দেখেছে এই প্রকৃতি

পাঠ করেছে সব

কাঠিন্যকে তাই সহজেই 

করলো সে সম্ভব।


গভীর জ্ঞানের তত্ত্বকথা

তার রচনায় পাই 

এমন গুণী বিশ্বমানব

খুব তো বেশি নাই।


রবীন্দ্রনাথ বাংলা ভাষার

গর্বিত এক কবি

হৃদয় কোণে তাই এঁকেছি

এই মহানের ছবি।


                                                                                           লেখক: সামিউল ইসলাম 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ