পাখির গানে




গয়না পরে ময়না নাচে

শালিক বাজায় ঢোলক

টিয়ে পাখির নাকে দেখি

ঘাসফড়িঙের নোলক।


গাছের ডালে দোয়েল নাচে

চড়–ই ধরে গান

ফিঙ্গে পাখি শিকার পেতে 

হচ্ছে পেরেশান।


পাখির গানে সবার প্রাণে

আনন্দ হয় খুব

সন্ধ্যা হলেই সুয্যিমামা

পশ্চিমে দেয় ডুব।

                                                                                 লেখক: সামিউল ইসলাম 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ