নীল আকাশে সাদা মেঘ
আর বাতাসে হাল্কা বেগ।
নদীর পাড়ে কাশের ফুল
হয় না কারো বুঝতে ভুল।
উড়ছে রঙিন নায়ের পাল
এটাই বুঝি শরৎকাল
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ