বাকুম বাকুম বাক ডাকে
বুড়ো দাদুর নাক ডাকে।
নাকে নাকি বকের ছাও
ও দাদিমা, দেখে যাও।
ঘ্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাকে
দাদুর নাকে ব্যাঙ ডাকে।
ব্যাঙের হলো সর্দি—কাশ
কী ভয়ানক, সব্বোনাশ!
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ