অহংকার


বনের মাঝে একটি গাছের জাগলো ভীষণ সাধ,

সবার কাছ বড় হওয়ার চাইলো আশীর্বাদ

আশীর্বাদের ইচ্ছেডানা গাছটি দিলো মেলে,

দিনেরাতে উঠলো বেড়ে সব পেছনে ফেলে।

মনানন্দে কাটলো গাছের বছর কয়েক মাস,

সুখে সুখেই যাচ্ছিলো তার মনের অভিলাষ।

আশেপাশের সব গাছেরা বললো ডেকে তাই,

এমন করে বাড়লে জেনো কেউ টিকে না ভাই।

হিংসে করে বলছে সবে মিথ্যে এসব কথা,

আমার মাথা উঁচু বলেই সবার ব্যাকুলতা।

যেদিন এলো বৈশাখী ঝড় মাথার উপর তার,

চূণ হলো লম্বা হওয়ার সকল অহংকার।

এমনি করে ইচ্ছে হলে যায় না হওয়া বড়ো,

মাটির নিচে শেকড় আরো অধিক শক্ত করো।

                                          লেখক: সামিউল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ