নিমন্ত্রণ



 পৌষ পার্বণ মেলার কথা 

মনে পড়ে খুব,

বন্ধু তোমার হয় না সময় 

ব্যস্ত থাকো খুব।


সরিষা ফুলে হলুদ মেখে

ঠান্ডা জলে স্নান,

ভোরবেলাতে শীতের কাঁপন ভেঙে অভিমান।


খেজুররসে পিঠা পায়েস 

নকশিকাঁথা বোনা,

স্মৃতিমাখা সব সখীদের 

সরব আনাগোনা।


খেজুররসে পিঠা পায়েস 

হাতের কারুকাজ, 

আলতা বধূর মুখে হাসি 

ভাঙে শরম লাজ।


হিন্দুবাড়ির উঠোন জুড়ে

পূজোর আয়োজন,

মেলায় এসো বন্ধু তোমার

রইলো নিমন্ত্রণ।

                                                                                       লেখকঃ সামিউল ইসলাম 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ