ইতির মিতির তিতির ছাও
পাল উড়িয়ে যাচ্ছে নাও।
নায়ে চড়ে বউ কি যায়
নাকি বউয়ের চৌকি যায়?
চৌকি নাতো, রূপোর খাট
নাও চলেছে টেকেরঘাট।
টেকেরঘাটে দুলার ঘর
প্রীতির বাঁধন পরস্পর।
ইতির মিতির তিতির তাক
বউটি আরও সুখে থাক।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ