সেদিন ডিসেম্বরের মাস ছিল
যুদ্ধ থেকে সবাই ফিরে আসছিল।
লাল সবুজের পতাকাটা
মুক্ত হওয়ায় ভাসছিল
নতুন দিনের সূর্য-কিরণ
ঝলমলিয়ে হাসছিল।
সেদিন মায়ের চোখে জল ছিল
স্বর্গ থেকে তার ছেলেটি বলছিল
মাগো আমি ফিরবো ঘরে
এই কথাটি ছল ছিল
ছেলেহারা মায়ের বুকে
ব্যথার আগুন জ্বলছিল।
সেদিন যারাই ক্রীতদাস ছিল
জয় ছিনিয়ে সবাই ফিরে আসছিল
কিন্তু সেদিন মায়ের সর্বনাশ ছিল
কেননা মার কোলে সেদিন
তার খোকনের লাশ ছিল।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ