আমার সর্বনাশী




কৃষ্ণপক্ষে ঘুমের ঘোরে 

দেখি চাঁদের আলো,

গহীনরাতে অন্ধকারে 

লাগছে ভীষণ ভালো।


আঁধার রাতে ঘরে আমার 

চাঁদের পরশ দেখি,

স্বপ্ন কি-না ভাবছি বসে

আবার বলি সে কি?


কাজলকালো কেশের ফাঁকে

উদাস করা হাসি,

আঁধার ঘরে চাঁদের আলো

পড়ছে রাশি রাশি।


নূপুর পরে ঝুমুর ঝুমুর 

আলতারাঙা পায়,

রাতদুপুরে এলো প্রিয়া

হলুদ শাড়ি গায়।


হরিণ বাঁকা চোখে তাহার 

দৃষ্টি লাজুক চাওয়া,

চাওয়ার মাঝে ছিলো প্রিয়ার

অনেক কিছু পাওয়া।


একলা ঘরে জেগে আমি

আপন মনে হাসি,

কেমন স্বপন দেখছে বসে

আমার সর্বনাশী?

লেখক: সামিউল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ