আমার মতো আমি ভালো
থাকতে পারি কই?
চুনের পানি দিয়ে বলিস
খাইতে সখি দই।
সপ্তঋষির মালা গাঁথি
ঝরা বকুল ফুলে,
তোর দেখানো স্বপ্ন দেখি
পুবাল হাওয়ায় দোলে।
তোর জীবনে আছে এতো
মেঘমালা ঝড় বৃষ্টি,
জানলে কি তা পড়তো আগে
অগোছালা দৃষ্টি।
বৃষ্টিভেজা চোখের জলে
গন্ধ সারা গায়,
সু-করুণ অন্ধকারে
সন্ধ্যা আসে যায়।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ