কৃষাণপাড়া গাঁয়

 



হলুদবরণ সোনার ধান 

গন্ধ আনে বায়,

উতাল হাওয়া ঢেউ লেগেছে

কৃষাণপাড়া গাঁয়।


ব্যস্ত কৃষাণ কৃষাণীদের 

হাসির জোয়ার বয়,

মাতাল হাওয়া গানের সুর 

সকল পাড়াময়।


আকুল করা ব্যাকুল মনে

ছুটছে চাষীর মেয়ে,

খোঁপায় বেঁধে বুনো ফুল

খেলছে হেসে গেয়ে।


পিঠা পুলির ধুম পড়েছে

বিন্নি ধানের খই,

সবুজ পাতায় শিশির কণা 

ডাকছে দেখো ওই।


হচ্ছে পায়েস খেজুর রসে

কৃষাণ বধূর হাতে,

কী আনন্দ আত্মহারা 

ঘুম কেড়েছে রাতে।


শীতের হাওয়া করে ধাওয়া 

আমার পাড়া গাঁয়,

চাঁদের হাসি বাঁধ ভাঙিলে

এমন পাওয়া দায়।


পুঁথি গানের আসর জমে

চলে লাঠিখেলা,

স্বর্গলোকে বসত করে

চাঁদের বুকে মেলা।


ডাক দিয়ে যাই নগরবাসি

গভীর ভালোবেসে,

মনের টানে গাঁয়ের কোলে

শান্তি নিও এসে।


লেখক: সামিউল ইসলাম 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ