চন্দ্রমুখী

                                  

    তুই থাকিস তোর জগতে আমায় ভাবিস কই? 

শাপলা সরোবরেরলে কষ্ট পুষি সই। 

শব্দচাষীর মনপাড়াতে স্বপ্ন আশাতীত, 

বোশেখ মাসে ভরদুপুরে বাজে বিষাদগীত।

 তোর জগতে ফন্দি ফিকির আমার জানা নাই, 

হাল ফ্যাশনে যোগী সেজে চৈতালি গীত গাই। 

তোর মনেরই ভাবনাগুলো হয়তো ছন্দময়, 

বৈরাগী মন উজাড় বাড়ি আধেক দগ্ধ হয়। 

স্মৃতির ঘরে আহাজারি কিশোরী বেতফুল,

খোঁপায় জবা ফুলে নাচন ভ্রমর মনে দোল।

 আশার খেয়ায় ভাসা জলে দিন ফুরিয়ে যায়,

 কে বাজালো মোহন বাঁশি তোর ওই আঙিনায়? 

কীসের ছোঁয়ায় চন্দ্রমুখী মন ভোলাতে চাস? 

তোর বিরহে দিনের শেষে বাড়ায় দীর্ঘশ্বাস।

 তোর কথারা মন কেড়ে নেয় অতীন্দ্রিয় ক্ষণ, 

আস্থা নিয়ে একলা চলে পাগলপারা মন।

লেখক: সামিউল ইসলাম


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ