কে করিলো এই জাতিকে অগ্নিমন্ত্রে দীক্ষিত
জাগলো কৃষক জেলে মাঝি জ্ঞানীগুণী শিক্ষিত
কে শোনালে অভয়বাণী অমর কাব্যকথা
জীবন দিয়ে রেখে গেলো অবাধ স্বাধীনতা
কে শেখালো এই জাতিকে শেকলভাঙার গান
মুক্ত স্বাধীন দেশের মাঠে কে হারালো প্রাণ
আঁধার রাতে কে গিয়েছে রক্ত গঙ্গায় ভেসে
হায়েনারা বুলেট মারে মুক্ত স্বাধীন দেশে
যেদিন প্রাতে মারলি আমার জাতির প্রিয় জনক
বিশ্ব বিবেক কেঁদে উঠে নড়ে তাদের টনক
এই পৃথিবীর মহান নেতা অমর চিরঞ্জীব
আকাশনীলের ধ্রুবতারা আমার শেখ মুজিব।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ