বীর পুরুষের মতো

আচ্ছা মাগো

ফেব্রুয়ারির একুশ তারিখ এলে

অমন করে

কী খোঁজো মা চোখের পাতা মেলে?


ছেলে তোমার

হারায়নি মা, মোছো চোখের কিনার

ওই যে দ্যাখো

তোমার ছেলে আজকে শহিদমিনার


আচ্ছা মাগো

প্রতি বছর মার্চে ডিসেম্বরে 

উদাস হয়ে

কী খোঁজো মা চোখ ছলছল করে?


মুছে ফেলো

চোখের পানি ছেলে তোমার কই?

স্মৃতির মহান

সৌধ হয়ে দাঁড়িয়ে আছে ওই।


ওই যে মিনার

ওই সৌধেই তোমার ছেলে যত

সাহস নিয়ে

দাঁড়িয়ে আছে বীর পুরুষের মতো।

                                                                                                        লেখক: সামিউল ইসলাম 

 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ