নামে শেষে যার পদবি ‘ধর’
তাকে নাকি ধরতে হবে চেপে
এই কথাটি শুনেই মোহন ধর
রুদ্র হয়ে উঠল বেজায় ক্ষেপে।
নাম যদি হয় কৃষ্ণমোহন কর
কাজটি তবে করতে হলো বলা
হায় পদবি হাস্যরসের শামিল
তৈরি করে কতই ছলাকলা।
নামের শেষে ‘দে’ যদি হয় যোগ
কেমন করে কী যে দেবো তাকে
শ্রী ভোলানাথ দে মহাশয় তাই
নিজের গায়ে তেল সরিষা মাখে।
আনিস নামের যত্তো ছেলেপেলে
কী যে তাদের আনতে হলো বলা
বুঝি না ভাই নাম—পদবির গোমর
নামেও থাকে হাজার ছলাকলা।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ