শিশুদিবস



তাঁর হৃদয়ে শিশুর প্রতি

ছিল গভীর মায়া 

বৃক্ষ হয়ে সবার ওপর 

দিতেন তিনি ছায়া।


ফুলের মতো মিষ্টি সুবাস

ছড়িয়ে দিতেন প্রাণে 

তাঁর মহিমার কীর্তি শুনি

পাখির গানে গানে


সেই মহানের জন্মদিনই 

শিশুদিবস নামে

ভালোবাসার বার্তা পাঠায়

লাল—সবুজের খামে।


সেই না খামে শিশুর নামে 

মজার খবর আসে

সব শিশুকে সবাই যেন

সমান ভালোবাসে


কেউ শিশুকে ‘না’ বলো না

দেখাও আলোর পথ

এই শিশুরাই গড়বে জানি

দেশের ভবিষ্যৎ।


জাতির পিতার জন্মদিনে

গাই শিশুদের গান

শিশুদিবস উদ্যাপনের 

করছি অনুষ্ঠান।


                                                         লেখক: সামিউল ইসলাম 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ