বৈশাখে মেলা হয়
মজা সারাবেলা হয়
হয় আর কী কী?
বৈশাখে নতুনের
আলো ঝিকিমিকি।
বৈশাখে গান হয়
সবই অফুরান হয়
কী কী হয় আর?
বৈশাখে ঘরে ঘরে
খুশির জোয়ার।
বৈশাখে ঝড় হয়
বুকে ধরফর হয়
গাছে হয় আম
শৈশবে সেই আম
কত কুড়াতাম?
চিড়া মুড়ি দই হয়
তিলেখাজা, খৈ হয়
মজা করে খাই
বৈশাখে দূর হয়
আপদ—বালাই।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ