বর্ষা যখন আসে



বৃষ্টি যেন খুকুর নূপুর

টাপুর টুপুর

সুর বাজে

জলের ছোঁয়ায় মিষ্টি ঠোঁটে

হেসে ওঠে

দূর্বা যে।


পুকুর পাড়ে

নদীর ধারে

বৃষ্টি পড়ে

একনাগাড়ে

বষার্ হলে শুরু

নীল আকাশে 

মেঘের ঘটা

বজ্র গুড়–—গুড়–।


বৃষ্টি যেন মিষ্টি খুকু

নেই অবসর এত্তটুকু

ছন্দ তুলে নাচে

দোল দিয়ে যায়

পাতায় পাতায়

সবুজ গাছে গাছে।


কদম কেয়ার মিষ্টি গানে

ঝম ঝমাঝম বৃষ্টি আন

বর্ষা যখন আসে

ইল্শেগুড়ি রূপ মাধুরী

কে—না ভালোবাসে।

                                                                                    লেখক: সামিউল ইসলাম 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ