তা ধিনধিন

 

কদমা নাড়ু– মুড়কি মুড়ি

চিনির ঘোড়া, লাটাই ঘুড়ি

লালজিলাপি, দৈয়ের হাঁড়ি

বরফি এবং মালাইকারি

আরো হরেক খাদ্য—খানা

সঙ্গে মজার গান—বাজানা

দেখব এলে বোশেখ মেলা

ষাঁড়ের লড়াই, লাঠিখেলা

কোথায় হবে, কবে হবে?

বৈশাখী ওই প্রাণোৎসবে।


বোশেখ এলে নতুন সুর

বাজবে সকাল, ভরদুপুর

মনটা নাচে তা—ধিনধিন

পায় সকলে স্বাধীন দিন

                                                                                         লেখক: সামিউল ইসলাম 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ