শেষ চিঠি

 



শেষ চিঠিটা লিখেছিলাম এক বছর আগে,

অগোছালো হাতের লেখা গভীর অনুরাগে।

শিউলি বকুল কৃষ্ণচূড়া রক্তজবাব বনে,

রঙ ছড়ালি মধুমিতা আমার কোমল মনে।

তোর হৃদয়ের ঘ্রাণে মাতাল শিউলি  বকুল জুঁই,

গহীন মনে আকুল চাওয়া কেবল ছিলি তুই।

অবহেলার চৈতালি দিন আজো পড়ে মনে,

ব্যাকুল করা স্বপ্ন ছিলো আমার দুই নয়নে।

স্বপ্নঘেরা মনআঙিনা বাজতো ভায়োলিন,

তুই কুমারী  লাউয়ের ডগা বড়ই হৃদয়হীন।

ফাগুনদিনের শেষ বিকালে মনপবনের নাও,

ফুলের বনে বাউরি বাতাস ভাঙা জানালাও।

তোর চিঠিটা পেয়েছিলাম একটি নীলাভ খামে,

হিসাব করে মাশুল দিলাম বড়ই চড়া দামে।

হয়তো সখী তোর বসতি আজকে অনেক দূর,

আমার গাঁয়ে পাখির ডাকে হয়-রে আজো ভোর।

নীলাভ রঙের চিঠির খাম রঙ গিয়েছে জ্বল,

নিষ্ঠুরতার সেই চিঠিটা দুঃখের কথা বলে।

লেখক: সামিউল ইসলাম 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ