বৃন্দাবন


তুই যে আমার জীবন মরণ

বড়ই সর্বনাশী,

বুকের মাঝে তীর মারিলেও

তোকেই ভালোবাসি।

আঁধারঘরে প্রদীপবিহীন

তুই ছাড়া হই আমি,

হীরা চুনি সোনার চেয়ে 

তোরেই ভাবি দামি।

প্রাণসজনী সোহাগিনী

মনের তোতাপাখি,

একটি কুটুম খাঁচায় পুষি

অন্তরেতে রাখি।

চাঁপার বনে তুই-রে সখি

প্রথম ফোটা ফুল,

তুই ভেবেছিস গন্ধ লুটি

তোর অজানা ভুল।

থাকলে বেঁচে রাখিস মনে

তোকেই দিলাম মন,

তুই যে আমার গয়া কাশী

হৃদয় বৃন্দাবন।

                                                         লেখক: সামিউল ইসলাম 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ