আগের মতো নেইতো তুমি বদলে গেছো খুব,
হায়রে হীরাচুনি ফেলে নষ্ট জলেই দিলি ডুব।
মনন মেধায় বোধের ক্ষরণ মন বাগানে নীল,
ঠাণ্ডা জলের পানকৌড়ি শূন্য পুকুর-ঝিল।
চিরন্তনী ভাবনাগুলো অস্থিরতায় কাটে,
লোভের নেশায় যুধিষ্টিরা খেলছে পাশা মাঠে।
নাচের ঘরে শর্বরীদের দেবীর সাজে নাচ,
ঠক চাচারা দিব্যি মাতায় মাতাল মনের আঁচ।
দূষণ নীতির নকশিকাঁথা তোমার কাছেই থাক,
ভণ্ড নেতা জ্ঞানপাপীরা সবাই হতবাক।
আস্থা নিয়ে চলছি একা অনাস্থারই পথে,
সঠিক পথে একলা আমি স্বপ্নেরই দ্বৈরথে।
নষ্ট জলে যাচ্ছে ডুবে বিভাস মনের আশা,
আর হলো না সুখের মিলন সখীর ভালোবাসা।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ