বন্ধুরে তুই



বন্ধুরে তুই কেমন আছিস দুঃখ ঝমাঝম, 

অন্তরেতে বিষের বাঁশি তোর কথা হরদম। 

বন্ধুরে তোর দরাজ গলা হৃদয়ছোঁয়া গান, 

সরষেক্ষেতের লুকোচুরি স্মৃতিতে অম্লান। 

ভোরের হাওয়া খেলা করে ঝিলের জলে চিল, 

মন মহুয়ার কল্পলোকে স্বপ্ন অনাবিল। 

বন্ধুরে তুই খরার মাঠে বুকের দীর্ঘশ্বাস, 

তোরে নিয়ে স্মৃতির ভেলায় কাব্যকলার চাষ। 

বুকের মাঝে আগুনরোদে পোড়ায় নিরন্তর,

 চৈত্র মাসের উদাসবেলা হই যে দেশান্তর। 

আকাশনীলে অযুত কোটি লক্ষ তারার মেলা, 

দেখতে আসিস কেমনে কাটে বন্ধু আমার বেলা।

লেখক: সামিউল ইসলাম 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ