অমরাবতী


চলছে বয়ে ধীর গতিতে জীবন অবিরত, 

বহন করে দুঃখ ব্যথা সর্বনাশা ক্ষত। 

পাথরচাপা দুঃখ নিয়েই সামনে চলার গতি, 

হয়তো লাভের আশায় হবে মস্ত বড় ক্ষতি।

 অভিযোজন ইচ্ছে নিয়ে করছো সময় পার,

 পোড়া মেঘে বোধের ফাটল ডাকে যে বারবার। 

বর্গাচাষীর জমি কেনা স্বপ্ন আকাশ ছোঁয়া, 

দুঃস্বপ্নের রিমোট হাতে সব যাবে-রে খোয়া। 

মন্বন্তরের কালো ধোঁয়া ঢাকলো অমরাবতী,

 মনন মেধা সমঝোতার হয় না রে উন্নতি।

লেখক: সামিউল ইসলাম


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ