তুমি কার


পুষ্প তুমি কার?

তোমার ভিতর লুকিয়ে  আছে

কোন সে অবতার?

তুমি কি ভালোবাসার ফুটন্ত নিযাস?

নাকি আপনজনের কেবল দীর্ঘশ্বাস?

যায় না শোনা নীড়ে ফেরার ডাক,

পুষ্প তুমি কার? বিরহে নিবাক।

মুগ্ধ স্নেহের মায়া

সন্ধ্যা প্রেমের ছায়া 

গন্ধ ছড়াও কার?

কোন সে বালিকার?

তুমি সবার চোখে আলো

আমার আঁধার ঘরে কেন

সাঁঝের নিকষ কালো?

লেখক: সামিউল ইসলাম।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ