মনে রেখো



আমার কথা একটু রেখো মনে,

মনের ব্যথায় কাতর ক্ষণে ক্ষণে।

দিন রজনী গাই বিরহের গান,

বদনপোড়া গন্ধ ছড়ায় বান।

পারলে ডেকো আকুল করা ডাক,

যেদিন নিবে কষ্ট ব্যথার বাঁক।

মনদেয়ালে এঁকো আমার ছবি,

তোমার জন্য উজাড় আছে সব-ই।

ভালোবাসার  খানিক দিয়ে আলো,

দূর করিও মনের ক্ষত কালো।

লেখক: সামিউল ইসলাম




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ