দুঃখ ব্যথা লুকিয়ে রাখি
হাসির অন্তরালে,
কজন পারে রাখতে পোষে
হৃদয় মায়াজালে।
সেই হাসিতে আড়াল করি
অগাধ অশ্রুজল,
পাহাড় নদী কেউ বোঝে না
কিংবা সমতল।
হাসি দিয়ে যাই জিতে যাই
খেলি হারার খেলা,
কখনো বা হাসি থাকে
পরাজয়ের বেলা।
সুখের মুচকি হাসি দিয়ে
ভাঙি দুঃখের ভিত,
ঠোঁটের ভাঁজে সেই হাসিতে
দেখি কারো জিত।
শিশুর হাসি ভালোবাসি
হাসে আপনজন,
দুখী মায়ের মুখে হাসি
দেয় ভরিয়ে মন।
মনখারাপে অনেক হাসি
ব্যথায় কাঁধে সুখ,
কারণ ছাড়া হাসির ঝিলিক
ভাঙা কাচের বুক।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ