সাঁঝের বেলা বসে দেখি
জীবননদীর পারে,
কোন মায়াবী জলের ছায়া
ডাকছে আড়ে আড়ে।
আবিরমাখা সূর্যখানা
নদীর জলও লাল,
দুহাত মেলে বারেবারে
ডাকছে মহাকাল।
আমার আমি আমিত্বকে
নেইনি আগে খোঁজ,
মিহিসুতার কারুকাজে
স্বপ্নআঁকা রোজ।
অসময়ে বলছে সময়
আধেক মুখে হাসি,
সৎ-সাহসী মানুষ আজো
আমিই ভালোবাসি।
আমার কথা মেনে তুমি
করবে সময় পার,
আঁধারঘরে দ্বীপ জ্বেলে যাই
আমিই বারংবার।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ