মুঠোফোন তোমার খবর শেষ বিকেলে পেলাম,
মনের খাতা আবছায়াতে স্মৃতি রেখে গেলাম।
হৃদয়ঝড়ে চলছি ভেসে সুদূর অচিন গাঁয়,
হুতুমপেচার খেয়াঘাটে শিমুল কাঠের নায়।
উছলে ওঠে চোখ দুটিতে মায়ার অশ্রুজল,
শ্যামলবরণ মুখখানিতে আশার ছলছল।
মন কোকিলা বাঁশের ঝাড়ে কুহু কুহু ডাকে,
কেউ দিলো না স্নেহের ছায়া কালো কোকিলটাকে।
মন বিরহী কোকিল কাঁদে মাতিয়ে উজার বন,
সাধ মিটিছে কোকিল হওয়ার অনল আয়োজন।
ওই যে দূরে মেঘের পাল সামনে নিকষ কালো,
সুজন হয়ে আমার পথে আসুক নিয়ন আলো।
অথই জলে যাবো ভেসে আসবো না আর ফিরে,
তোমার কুটির পূণ রাখুক অপার আলোয় ঘিরে।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ