দুপুর বেলা
খুকুর খেলা
নূপুর বাজে
ঝুমুর ঝুম
খেলায় মেতে
চায় না খেতে
যায় না খুকু
একটু ঘুম।
সারা দুপুর
পায়ে নূপুর
বাজায় যেন
তাল তুলে
নায়ের মাঝি
যেতেও রাজি
নানার বাড়ি
পাল তুলে।
নানার বাড়ি
দূরের গাঁও
পান সুপারি
খেয়ে যাও।
লেখক: সামিউল ইসলাম
দুপুর বেলা
খুকুর খেলা
নূপুর বাজে
ঝুমুর ঝুম
খেলায় মেতে
চায় না খেতে
যায় না খুকু
একটু ঘুম।
সারা দুপুর
পায়ে নূপুর
বাজায় যেন
তাল তুলে
নায়ের মাঝি
যেতেও রাজি
নানার বাড়ি
পাল তুলে।
নানার বাড়ি
দূরের গাঁও
পান সুপারি
খেয়ে যাও।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ