যখন আমি ছোট্ট ছিলাম
ছিলাম খুবই পিচ্চি
সেই সময়ের মজার স্মৃতি
তোমায় বলে দিচ্ছি।
শুনলে তোমার হাসি পাবে
আমারও পায় হাসি
ছোট্ট বেলার স্মৃতি তবু
আমরা ভালোবাসি।
বাবার জামার পকেট থেকে
পয়সা চুরি করে
কাঠি লজেন্স, টক হজমি
খেতাম অগোচরে।
একদিন ঠিক বাবার হাতে
খেলাম আমি ধরা
হাতেনাতে ধরেই বাবার
দু’চোখ ছানাবড়া।
বাবা বলেন ‘এই বয়সেই
শিখে গেছিস চুরি?’
তারপর কী ঘটেছিল?
বলবো না ধুত্তুরি।
0 মন্তব্যসমূহ