আচ্ছা মাগো এই যে আমি অনেক দামি
তোমার বুকের ধন
বলছো সারাক্ষণ
বলো না মা কিসের এ বন্ধন?
কেমন করে তোমার কোলে এলাম চলে
বলতে পারো তা কি?
সেটাও জানো নাকি?
বলো না মা একটু জেনে রাখি।
আরে বাছা তুই তো ছিলি ঝিলিমিলি ঐ আকাশের তারা
করলি মাতোয়ারা
তোকে দিল খোদার ফেরেস্তারা
সেদিন থেকে তুই তো হলি ফুলের কলি
বুকের সেরা ধন
অমূল্য কাঞ্চন
বুঝলি বাছা এই হলো বন্ধন।
লেখক: সামিউল ইসলাম।
0 মন্তব্যসমূহ