রসগোল্লার বিচি
জ্বরের তাপে খোকন কাঁপে
কী যে এখন করি
চায় না খেতে মিষ্টি সিরাপ
কিংবা জ্বরের বড়ি।
বুদ্ধি করে গোল্লা কিনে
ঢুকিয়ে বড়ি তাতে
সেই গোল্লা খেতে দিলাম
দুষ্টু খোকার হাতে।
মুখ লুকিয়ে গোল্লা খেয়ে
বলল হেসে খোকা
হতে পারি সবার ছোট
তাই বলে নই বোকা।
গোল্লা আমি ঠিক খেয়েছি
ফেলেছি তার বিচি
তোমরা আমায় বোকা ভাবো
শুধুই মিছেমিছি।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ