হে কিশোর

 


আকাশের নীল দেবো

তারা ঝিলমিল দেবো

স্নেহ অনাবিল দেবো

দেবো আরও কত কী

নেবে তুমি জীবনের 

মানবিক ব্রত কি?


সবুজের ছায়া দেবো

বুক চিরে মায়া দেবো

মমতার কায়া দেবো

দেবো ভালোবাসা সব

আরও দেবো জীবনের 

শিল্পি আশা সব।


দিতে গিয়ে চাইবো না 

এতটুকু ভাগ আমি

এই নাও হে কিশোর

পুষ্পিত আগামী।


                                              লেখক: সামিউল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ