কল্যাণী



কল্যাণী তুই কেমন আছিস

কেমন-রে তোর হিয়া?

আগের চেয়ে ভালোই  আছি

পাথর বুকে নিয়া।


সেই পাথরের ওজন সখী

কয়েক হাজার টন,

তোর বিরহে বন-বনানী

কাঁদে অবুঝমন।


বিনয় করি বাউরি বাতাস 

রৌদ্রমেঘে ঝড়ে,

আমার কথা পৌঁছে  দিও

কল্যাণীদের ঘরে।


কেমন আছে কল্যাণীরা

রাখিও খবর,

তার মনেরই কষ্টগুলো

হইছে কি ডাঙ্গর?

কেমন আছে সখী আমার 

কেমন স্বামীর বাড়ি?

খানিক সময় পেলে বাতাস 

খবর নিও তার-ই।

                                                                                   লেখক: সামিউল ইসলাম 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ