নজরুল
বুলবুল
ঝিঙেফুল
কাননে
মশগুল
কী অতুল
রাঙা মুখ
আননে।
নজরুল
বুলবুল
মাস্তল
নায়েতে
প্রিয় ফুল
কী আকুল
টগবগ
পায়েতে।
নজরুল
যত ভুল
ভেঙে দেয়
গানেতে।
তুলতুল
ফুল মূল
প্রতি প্রাণে
প্রাণেতে।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ